1. Number of likes and followers – same
2. Recommended by 96%-98% (very high)
3. Good number of reviews from fake accounts/ locked accounta even though the page is created very recently
মূল পোস্ট:
Fraudsters’ number:
+8801744317769
+8801621294168
প্রথমে 550/- পে করতে বলবে মাছ ডেলিভারির কথা বলে।
এরপর পার্শিয়াল আমাউন্ট পে করতে বলবে যে একটা “কোড” দিবে – এই কথা বলে। অনেক সময় একটার জায়গায় বলবে দুইটা অর্ডার পাঠানো হয়েছে, ক্লায়েন্ট কম টাকা দিলেও হবে, কিন্তু একটা আংশিক পরিমাণ পে করতে হবে। তাহলে কোড টা দেবে। এরপর কোড পেলে ডেলিভারি ম্যান ডেলিভারি করবে।
কিন্তু তারপর ডেলিভারি আর হবে না।
এদের থেকে সাবধান। এখন অনেকেই, স্পেশালি বাসার গৃহিণীরা চাইবেন একটু কম মূল্যে ইলিশ মাছ কিনতে আর এরা এই সুযোগটাই নিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করবে। আর বাসার ঠিকানা দেয়াতে অন্য ঝামেলাও করতে পারে।
তথ্য টি ছড়িয়ে দিন এবং অন্যদের বিপদের হাত থেকে রক্ষা করুন।