প্রোডাক্ট অর্ডার করার কথা বলে অ্যাডভান্স করার জন্য বিকাশ নাম্বার চায়। সেই নাম্বারে আগে থেকে কপি করা বিকাশের রিসিভড-মানির একটা মেসেজ পাঠায়। মেসেজটা দেখলে ভাববেন টাকা এসেছে, খেয়াল করলে দেখবেন মেসেজটা আসলে বিকাশ থেকেই আসে নি।
যেখানে অনলাইনে অর্ডার করতে শুধু ডেলিভারি চার্জটাও অনেকে অ্যাডভান্স করতে চান না, সেখানে এই প্রতারকরা মোট বিল থেকেও বেশি টাকা সেন্ড মানি করে… বিকাশ ব্যালেন্স চেক করলে যদিও সেই টাকার কোন অস্তিত্ব পাবেন না।
তারপর ঘটে আসল ঘটনা, একটি এজেন্ট নাম্বার দিয়ে ক্যাশ-আউট সিলেক্ট করে তার পাঠানো টাকা রিটার্ন করতে বলে।
এসব প্রতারকদের ব্যাপারে অনলাইন বিজনেস পেইজগুলোর সতর্ক হওয়া উচিত।
আমরাও তাকে তার সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিলাম, ক্যাশ-আউট চার্জসহ। মানে তার মেসেজ এডিট করেই তাকে পাঠিয়ে দেয়া হয়েছে আর কি !
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved