এই পেজ থেকে কেউ কি কিছু অর্ডার করেছেন?
আমি খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স করেছি এই পেজ থেকে একটি ব্যাগ অর্ডার করে।
পিকচার কি ছিল আর হাতে পাওয়ার পর এত বেশি বাজে কুয়ালিটি এবং কালার
অন্যদিকে চেইন ভালো মতো সেলাই করা নেই। ব্যাগটা এতটাই পাতলা ছিল যে হাতে নিলেই বাঁকা হয়ে থাকে। লোকাল ব্যাগের থেকেও বাজে এক্সপেরিয়েন্স।
1460 tk এর ব্যাগ শুনলেই সবাই মনে করবে ব্যাগটা বোধহয় authentic হতে পারে। আর সাথে যে পিকচার দিয়েছে তারা সেটি দেখে সবাই মনে করবে ব্যাগটা খুবই কোয়ালিটিফুল।
আমি ব্যাগটা প্রিয় অর্ডার করায় ব্যাগটি ফেরত নেওয়া হবে না
প্রি অর্ডার এর সময় 200tk অ্যাডভান্স করা হয়েছে।
যখন আমি তাদের পেইজে মেসেজ করি ব্যাগটা ফেরত নেওয়া যাবে কিনা তখন তারা আমাকে ব্লক করে দেয়।
এতটা বাজে কোনো লোকাল ব্যাগ ও হয় না।
আপনারা বলেন ছবির সাথে ব্যাগটির কোন দিকে মিল আছে?