Assalamu Alaikum Everyone.
Doll’s Wordrobe by SIndia – এই পেইজে আমি চুড়ি অর্ডার করি। প্রথম পিক দেখলে বুঝবেন কি অর্ডার করি আর উনি ভাঙা আর চিপ কোয়ালিটির অন্য চুড়ি পাঠায় যেগুলো অর্ডার ই করিনাই পরে পেইজে জানানোতে বলে উনার আম্মু পার্সেল পাঠায়েছে তাই এই প্রব্লেম হয়েছে। তারপর আমি বললাম তাহলে আমি এইগুলো রিসেন্ট করে দেই আপনি আমার অর্ডার এর গুলো পাঠান। এরমাঝে টানা বৃষ্টি ছিল। উনাকে বললে বলে পরে পাঠাতে পরে আবার নক দিলে বলে উনি ঢাকার বাহিরে। তারপর আমি বললাম যে আপু আমার তো একদম ছোট বেবী এখান থেকে সুন্দরবন অনেক দূরে তাহলে আপনি আমার গুলো পাঠান যে কুরিয়ার বয় আসবে তাকে আমি ঐগুলা দিয়ে দিব। পরে উনি বলে সেন্ড করেছে সুন্দরবন কুরিয়ারে। কয়েকদিন চলে যায় কুরিয়ার থেকে কোন কল আসেনা। নক দেওয়ায় বলে অপেক্ষা করতে সপ্তাহ শেষ হয় পরে পার্সেল এর রিসিট দিতে বললে বলে সাথে সাথে নাকি রিসিট দেয়নাই কুরিয়ার থেকে । তারপর ওয়েট করলাম কোন খোঁজ নাই দেখে বললাম আমার আর চুড়ি লাগবে না আপু কাইন্ডলি আমার টাকা রিটার্ন করে দিবেন আপনার ভাঙা চুড়ি আমি আমার হাসবেন্ড কে দিয়ে কুরিয়ার করে দিব। উনার এক কথা উনি ৭ সেপ্টেম্বর এর আগে টাকা রিটার্ন দিবে না। প্রোডাক্ট দিবে। যদি ৭ তারিখ না পাই তাহলে টাকা ব্যাক করবে এর আগে না।তারমধ্যে ৭ তারিখে আর খোঁজ নাই। তারপর আমি ৮ তারিখ কল দিলে ফোন পর্যন্ত ধরেনাই পরে অন্য নাম্বার থেকে কল দিলে ফোনে বলে আমার যখন ইচ্ছে টাকা ব্যাক দিবো আমি এখন পারবনা। আমি অবাক হই এই মহিলা কিভাবে এই পেইজ চালাচ্ছে। তারপর মেসেজে বলে উনি নাকি ১৮ তারিখ বিল পাবে। আমার টাকা ২১তারিখ দিবে। আমি জানিনা কেন কি কারনে উনাকে আমিও টাইম দিচ্ছিলাম। উনি দিবেনা তো দিবেই না। ২১ তারিখ সারাদিন গেছে কোন খোঁজ ছিল না। নক দেওয়ায় উনার হাসবেন্ড এর নাম্বার দেয় ওই নাম্বার এ যোগাযোগ করতে বলে উনার হাসবেন্ড বলে আজকে না কাল পাঠাই দিবো। পরের দিন ও খোঁজ নাই। পরে ওনার এক পরিচিত কে নক দিলে উনি আমাকে কল দেয় উল্টো বলে কেন নক দিলাম। উনি ১৫৮০ টাকা রিটার্ন করবে না যা ইচ্ছে করতে। পরে বলে টাকা দিবনা সেইম জিনিস সেন্ড করবে। তারপর আবার এক সপ্তাহ গেছে পরে বলে যে উনি সাভার এ। এসে পাঠাবে। এটলাস্ট উনি প্রোডাক্ট পাঠায় এগেইন আমাকে ভাঙা ব্রেসলেট আর অন্য চুড়ি পাঠায়। এই হলো অবস্থা। এই পেইজে অর্ডার করে যে পরিমানে হয়রানি হয়েছি আমি । অনেক সেলার আছে কাস্টমার এর জন্য হয়রানি হয় কিন্তু সেলার দারা এমন শত শত কাস্টমার ও প্রতারিত হয় এবং হচ্ছে। এগুলোর বিরুদ্ধে একশন নেয়া উচিত। যে জিনিস গুলো পাঠাইছে ফ্রি তে দিলেও আমি পরবোনা একদম চিপ জিনিস সরাসরি না দেখলে বুঝা যায়না।
Be Careful everyone to buy anything from this page.
(সব স্ক্রিনশট দেইনাই অনেক কনভারশেশান মেইন গুলো দেওয়া হয়েছে।)
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved