#FraudAlert Fabiha’s Fashion
এই পেইজ থেকে আমি দুইটা প্যান্ট অর্ডার দিয়েছি। আজকে পার্সেল এসেছে। একটা প্যান্ট ঠিক আছে, আর আরেকটা সেম পাঠায় নি, অন্য প্যান্ট পাঠিয়েছে, সাইজেও ছোট। তাই ফেরত পাঠিয়েছি। আর এই মহিলা আমাকে বলতেসে আমার ইচ্ছা হইসে তাই নাকি আমি ফেরত পাঠিয়েছি। How stupid! আমি টাকা এডভান্স করে ওর্ডার করেছি। যেই প্যান্ট রিসিভ করেছি সেটার টাকাও দিয়েছি। ওনার রেকর্ডগুলা শুনলে বুঝবেন ওর কথাবার্তা এতো রুড। আর একটা ম্যানারলেস মহিলা। আমার টাকা পাঠাতে একটু লেট হইসে বলেই কেমন বিহেভ করসে just go through the screenshots. শুরু থেকেই বিহেভিয়ার ভালো লাগে নি,বাট তখন কিছু মনে হয় নি। ভেবেছি হয়তো টোন টাই এমন। কিন্তু পরে যা ফেস করলাম! বিভিন্ন গ্রুপে এই পেইজের মহিলার বিহেভ নিয়ে পোস্টও দেখলাম। উনারা এডভান্স নিয়ে বলে সেম প্রোডাক্ট পাবেন, আর পরে ভুল প্রোডাক্ট পাঠায়। সেটাও সমস্যা না, কারণ মানুষের ভুল হতেই পারে। বাট একটা মানুষ ভুল করে সরি বলা তো দূরে থাক উল্টা আরো খারাপ ব্যাবহার করে। যেনো অর্ডার করেই ভুল করেছি। চার-পাঁচ বছর থেকে অনলাইন শপিং করি, এমন বিহেভ এই প্রথমবার পেলাম। আমি জানি না কার এক্সপেরিয়েন্স কেমন এই পেইজ থেকে, আমি আমার টা শেয়ার করলাম প্রমাণসহ। সবাইকে সচেতন করার জন্যই পোস্টটা করা। পুরো স্ক্রিনভিডিও দেখলে বুঝতে পারবেন।
Error: Contact form not found.
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved