falaq .com নামে পারফিউম এর একটা পেজ থেকে আমার ফ্রেন্ড দুইদিন আগে ১৬৫০ টাকা দিয়ে এই অর্ডারটা করেছে,এটা একটা গিফট এর আইটেম ছিলো, উনাদের বারবার বলা হয়েছিল সবকিছু ঠিকঠাক দিতে,অথচ ইচ্ছা করেই ভিতরে প্লাস্টিকটা ভাঙা দিয়েছে, তারপর আবার ডেলিভারিম্যানের দোষ দিয়েছে,অথচ এয়ার টাইট পেপারে মোড়ানো ছিলো,যেটা কোনোভাবেই ভাঙা সম্ভব না।তারপর যখন আর প্রোডাক্ট আছে কিনা জিজ্ঞেস করা হলো তখন বললো স্টক আউট, অথচ অন্য একটি আইডি দিয়ে জিজ্ঞেস করা হইলে বললো যে পরশুর মধ্যেই পাওয়া যাবে,আবার দামও বাড়িয়ে ১৮৫০ টাকা বললো।এরপর যখন ধরা খাইছে তখন আমার ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে।
কি পরিমান বাটপার হইলে এতো স্বনামধন্য পেইজ হওয়ার পরও এমন ব্যবহার হতে পারে। পারফিউমটা গিফটের জন্য ছিলো, এরকম ক্ষতি তো মেনে নেওয়া যায়না।
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved