2 weeks ago
12 Views

Fenian Gift Shop

F-Commerce Fraud

Fraud Alert‼️

আসসালামু আলাইকুম। 

আমি এই পেজ থেকে একটা গিফট বক্স অর্ডার করি ৭ জুন, ২০২৪ তারিখে। এটা আমার একটা ফ্রেন্ডের বার্থডে গিফট, আর বার্থডে ১৩ তারিখ হওয়ায়  আমি বেশ কিছুদিন হাতে রেখে অর্ডার করি, প্লাস বারবার তাদের কাছ থেকে ১২ তারিখের মধ্যে পাবো এটা কনফার্ম  হয়ে অর্ডার করি। তারা আমাকে বলে যে শুধু ফেনিতে ক্যাশ অন ডেলিভারি পসিবল, অন্য যেকোন জায়গায় হলে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে। এটা শুনে আমার কিছুটা সন্দেহ হলেও যেহেতু দেখলাম ৩ বছর আগের পেজ, প্লাস প্রায় ৫০ হাজার লাইক ফলোয়ার, তাই আমি পেজটাকে বিশ্বাস করে ৫৬২০ টাকা পাঠিয়ে দেই। জানি এটা অনেক বড় গাধামি হয়েছে। তারপর, আমি প্রায় প্রতিদিন মেসেজ দিয়ে তাদের কাছে আপডেট জানতে চাই যে তারা আসলেও পাঠিয়েছে কিনা প্রোডাক্টটি। তারা আমাকে ১১ তারিখ বলে যে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার ১২ তারিখ আরো কিছু পার্সেল আসার কথা ছিলো, সেগুলোর জন্য ১১ তারিখের মধ্যেই ডেলিভারি সার্ভিস থেকে মেসেজ আসলেও এটার কোন মেসেজ আসেনি, আমি এটা তাদেরকে বললে তারা আমাকে বলে হয়তো সার্ভার প্রব্লেম। পরে ১২ তারিখ প্রোডাক্টটা না পেয়ে আমি তাদেরকে বিকালে মেসেজ দেয়ায় তারা বলে যে এটা নাকি ভুল জায়গায় ডেলিভারি হয়ে গিয়েছে, ১ ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে পাঠিয়ে দিবে। এভাবে সারাদিন ঘুরিয়ে তারা আমাকে রাতের বেলা ব্লক করে দেয়। এখন এমন ফ্রড পেজের বিরুদ্ধে আমি কিভাবে একশন নিতে পারি বা আমার টাকা উদ্ধার পেতে পারি? 

আপনারা প্লিজ এটলিস্ট পেজ টায় গিয়ে একটা রিপোর্ট মেরে আসেন সবাই। এখানের সব প্রোডাক্টের দাম অনেক বেশি, প্লাস মানুষ গিফট আইটেম অনেক আশা নিয়ে অর্ডার করে কাউকে দেয়ার জন্য। আর কারো সাথে যেন তারা আর কোনদিন ফ্রড করতে না পারে। ধন্যবাদ।

Developer
Member since: 11 months
User is online now!
See all ads
Add to favorites
Add to compare
Report abuse

Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved