সেপ্টেম্বর মাসে “Her Wishlist” পেজে একটা গোল্ডের জুয়েলারির জন্য ১০,০০০ টাকা বুকিং মানি দেই। অর্ডার নেয়ার সময় বলে যে নভেম্বরে ডেলিভারি দিবে। নভেম্বরে আমি মেসেজ দিলে বলে যে সৌদি থেকে এনে দেয়ার কথা, সে অসুস্থ, অন্য কোনো কিছু পছন্দ হলে নিতে। অন্য কিছু পছন্দ না হওয়ায় বুকিং মানি ফেরত দিতে বলি।
সেই সময়ই একটা ফ্রেন্ড নক দিয়ে বললো যে এই পেজ ফ্রড করে, অনেকের টাকা নিয়েই খালি ঘুরাতে থাকে, ফেরত দেয়নাই। তখন মনে হলো টাকা চাইলে ফেরত না দিতে চাইলে অন্য কিছু নিয়ে নেয়া-ই বেটার!
টাকা ফেরতের জন্য ১০ দিন অপেক্ষা করে অন্য একটা প্রোডাক্ট পছন্দ করে সেটা পাঠায়ে দিতে বলি। ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে ডেলিভারি পাঠাবে জানায়ে। আজকে মে মাসের ২১ তারিখ, আজকে পর্যন্ত আমি অগণিত মেসেজের রিপ্লাইয়ে কত হাজার রকমের excuse আর কতবার যে “ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন” শুনলাম, তার হিসাব নাই!
এখন বুঝতে পারছি যে মানুষ কেনো অনলাইন বিজনেসের সেলারদের সাথে খারাপ ব্যবহার করে। এই so called ভদ্রমহিলা “Ashrarun Nahar” কে কেউ পারসোনালি চিনলে আমাকে একটু জানাবেন প্লিজ। তার বিকাশ নাম্বার 01610707577।
আমি পেজের এডমিন প্যানেলে আরো ২ জন ভদ্রমহিলাকে পেলাম! এদের স্ক্রিনশট এড করে দিচ্ছি।