- আসলে আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করতে চেয়েছিলাম। তারা বললো যে আগে ২০০ টাকা এডভান্স দিতে হবে এবং আমি দিলামও। এই পর্যন্ত সব ঠিকই ছিল। যেইদিন প্রোডাক্ট ডেলিভারি হওয়ার কথা সেইদিন ওরা বললো যে প্রোডাক্ট পেতে হলে পুরো টাকাটা বিকাশ করতে হবে। আমি কম্পানিতে ফোন করে অনেক তর্কাতর্কির পর টাকাটা পাঠাতে বাধ্য হলাম, কারণ প্রোডাক্টটা আমারও পছন্দের ছিল। ওরা পাঠাতে বলেছিল ১১৪৯ টাকা। তবে আমি পাঠাই ১১৫০। এই ১ টাকা বেশি থাকার কারণে নাকি তাদের সার্ভার লক হয়ে যায়। এরপর আমাকে পুনোরায় ১১৪৯ টাকা পাঠাতে বলে। তাহলে নাকি তাদের সার্ভার আনলগ হবে এবং আমি আমার বার্তি টাকা সহ আমার প্রোডাক্ট হাতে পাবো। আমি অনেক চেষ্টা করে শেষে ১১৪৯ টাকা আবার পাঠালাম। তখন তারা বলে আমি নাকি অনেক দেরি করে টাকা পাঠিয়েছি এবং সেই কারণে নাকি তাদের সার্ভার ডাউন হয়ে গেছে। আমাকে পরে বলে আমার নাকি ১-২ মাস অপেক্ষা করা লাগবে।
ভাই এখন একমাস কি অপেক্ষা করা যায়। আমার মনে হয় ওরা ফ্রড। আর ওদের নাম্বারও বন্ধ দেখাচ্ছে। মেসেঞ্জারে মেসেজ সিন করছে তবে রিপ্লাই দিচ্ছে না।