#fraud
আসসালামুয়ালাইকুম। আমি এই পেজ থেকে ১ আগস্ট একটা জামা অর্ডার করি। উনারা আমাকে ৩ তারিখ ড্রেস টা পাঠায়।
তো ড্রেস এর সমস্যা হলো যে ড্রেস টার গলা খুবই ছোট মানে এত ছোট যে বাচ্চাদের গায়েও ঢুকবে না। এখন ডেলিভারি বয় এর সামনে আমি চেক করেছিলাম সাইজ লেন্থ সব ঠিক আছে কিনা! গলাতে প্রবলেম হবে এটা জানা ছিল না কারণ আগেও আমি অনলাইন থেকে জামা নিয়েছি।।
তো আমি উনাদের বিষয় টা জানায় এর বলি তে আমি এক্সচেঞ্জ করে দিবেন কিনা। ওনার বলেন যে করে দিবেন।।
এভাবে উনারা ৩ মাস ধরে দেওয়া হবে , দেওয়া হবে বলতে থাকে। আর কিছু বললেই বলে যে এক্সচেঞ্জ ই টাইম লাগে। তাই বলে উনারা ৩ মাস টাইম নিয়েছে।।
আমি আমার অন্য একটা আইডি থেকে ওই একই ড্রেস সম্পর্কে জানতে চাই আর বলি যে এটা আজ অর্ডার দিলে কবে পাবো? উনারাব্বলেন যে ৪/৫ দিন লাগবে অতছ আমাকে ৩ মাস ধরে বসায় রাখে।
আমি যখন ইনস্টা তে ওদের এটা বলি তখন উনারা আমাকে ব্লক করে দেয়। তারপর আমি আমার দুইটা ফেসবুক আইডি দিয়ে ওনাদের জানাই। এর মধ্যে একটা আইডি তে আবার ব্লক করে এর আরেকটা তে খালি সিন করে রাখে।।
আমার প্রশ্ন হলো যে যখন দিবেই না তখন ৩ মাস ধরে মনে এক্সপেক্টেশন দিয়ে গেছে কেনো? আমাকে শুধু শুধু বসাই রাখে।।
ড্রেস তার দাম ১২০০ টাকা।। ড্রেস তার গলা আদৌ ঠিক করা সম্ভব কিনা জানিনা বুট উনারা এভাবে ঠকাবে কেনো?
Error: Contact form not found.
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved