এই আপু বললো এডভান্স দিতে হবে! ৩০০/- টাকা এডভান্স দেয়ার পর প্রোডাক্ট পাবে! যাইহোক আগে কখনো কোন পেজ থেকে কিছু কিনলে এডভান্স দেয়নি কিন্তু উনাকে বিশ্বাস করে ৩০০/- টাকা এডভান্স দেয়ার পর ডেলিভারি দেয় অন্য প্রডাক্ট! পরে তাদের কল দেওয়া হয় ওনারা মেমো কার্ড দেখতে চাওয়ায় মেমো কার্ড এর ছবি দেওয়া হয়। আপু পরে বলেন যে প্রডাক্ট কাল সকাল ১১টায় দিয়ে দেওয়া হবে ঠিকানা অনুযায়ী। কিন্তু পরের দিন সকালে মেসেজের দেওয়ার পর রিপ্লাই তো দিলোই না উল্টো ব্লক করে দেয়……!!
এদের কি করা যায়? বর্তমানে আমরা অনলাইনে কেনাকাটা করি! এতো ফলোয়ার আছে! এতো এতো রিভিউ দেওয়া এমন একটা পেইজ যদি এভাবে ঠকায় মানা যায়?
[ অনেকক্ষণ অপেক্ষা করা হইছে পেইজে সমস্যা হইলে অন্যভাবে কনটাক্ট করতে পারতো!]