Fraud Alert
Page name: Mans World BD
Page mobile no: 01909-601279
এই পেইজ থেকে গতকাল জিন্সের প্যান্ট অর্ডার করি। বললো ১৫০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে। নগদ দিয়ে টাকা পাঠালাম তাদের নগন নাম্বারে। নগদ নাম্বার: 01909-601279। তারপর বললো অর্ডার কনফার্ম। আজকে একটা নাম্বার থেকে পার্সেল বুকড মেসেজ আসলো সুন্দরবন কুরিয়ার এর নাম দিয়ে। তারপর সেইম নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা 01990941105 এটা। বললো স্যার আপনার একটা পার্সেল বুকড হয়েছে। এটা আমাদের চৌমুহনী, নোয়াখালী অফিসে আসছে। এটা হোম ডেলিভারি নিতে হলে ১৫০০ টাকা সেন্ড করতে হবে যেহেতু পার্সেলটা হোম ডেলিভারি হবে। ১৫০০ টাকা সেন্ড করলে একটা ওটিপি যাবে যেটা আবার আপনি আমাদেরকে দিলে আমরা প্রোডাক্টটা রিলিজ করতে পারবো। আমি প্রথমে বললাম এমন তো কোন কথা ছিলো না। তারা বললো আপনি দয়া করে যাদের কাছ থেলে পার্সেল নিচ্ছেন তাদের সাথে একটু যোগাযোগ করুন। আবার পেইজের নাম্বারে কল দিলাম। তাদেরকে বিষয়টা বলার পর তারা বললো স্যার রেডেক্স এর মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি কিন্তু ঈদে রেডেক্সে অনেক চাপ তাই সুন্দরবন কুরিয়ারে দিয়েছি। আপনি কন্ডিশনের টাকাটা পাঠিয়ে দিন কোন সমস্যা হবে না। তারপর আমি টাকা বিকাশ করলাম। বিকাশ নাম্বার
01990941105 এটায়। কিছুক্ষন পরে এই নাম্বার থেকে আবার কল দিলো৷ বললো স্যার আপনিতো খরচ পাঠান নি। এখন সার্ভারে এই টাকাটা ব্লক হয়ে গেছে। আপনি আবারও ১৫৩০ টাকা পাঠান তাহলে আগের ১৫০০ টাকা সাথে সাথে রিটার্ন হয়ে যাবে এবং আপনার প্রোডাক্টটা আমরা রিলিজ করে হোম ডেলিভারি দিতে পারবো। তখন আমার একটু সন্দেহ হলো। আমি সুন্দরবন কুরিয়ারের লক্ষ্মীপুরের অফিসে যাই যেহেতু আমি থাকি লক্ষ্মীপুরে। তারা বলে তাদের এমন কোন পলিসি নাই। এরপর আমি আবার ঐ ফোন দিলে তারা সুন্দরবন এর অফিসে কেনো গিয়েছি এটা নিয়ে গালিগালাজ করে ফোন কেটে দেয়।
তারপর আমি আবার পেইজের ফোন নাম্বারে কল দেই। তাদেরকে বলি এটা কি ধরনের স্ক্যাম? তারাও গালিগালাজ করে রেখে দেয়। বুঝলাম এরা একটা সংঘবদ্ধ চক্র। এই নাম্বার দুটি এবং এই পেইজের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অলরেডি চলমান আছে। সবাই এই পেইজটি এবং এই নাম্বার দুটি চিনে রাখুন। এরা হয়তো আরও অনেকের কাছে থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved