4 weeks ago
20 Views

Reasonable at cosmetiva

F-Commerce Fraud

‼️fraud alart  ‼️

Reasonable at cosmetiva They are unprofessional, careless ,Fraud 

প্রথমত আমি তাদের কাছে তিনটা মোবাইল কাভার, একটা টারটেল এবং একটা চার্জিং কেবল অর্ডার করি। তারা আমাকে দুইটা কাভার এবং কেবল ডেলিভারি করে। বাকিগুলা মিসিং ছিলো। তাদের জানানোর পর বলে যে অন্য কাস্টমারের কাছে চলে গিয়েছে। সেটা তারা কালেক্ট করে দিবে আমাকে। সেটা দেয় নি। এরপর তারা পুনরায় বলে যে নেক্সট শিপমেন্টে এনে দিবে। এরপর তাদের আরো দুটো শিপমেন্ট আসে কিন্তু তারা আমার অর্ডার ডেলিভার করে নি। কোন সমস্যা হলে সেটা জানানোটা পেশাদারিত্বের মাঝে পড়ে। এরপর তাদের সাথে বারংবার চেষ্টা করে কোন যোগাযোগ সম্ভব হয় নি। কল দিলে রিসিভ করে না, ব্যাক করে না, পেইজে মেসেজের রিপ্লাই করে না। কিন্তু তারা পেইজে পোস্ট ঠিকই করে যাচ্ছে নিয়মিত। মিসিং প্রোডাক্টের টাকা রিফান্ড চাইলাম সেটাও তারা তোয়াক্কা করছে না।

টাকাটা খুব সামান্য হলেও কষ্টের ১টাকা ও কেন তাদের দিব?!!!এরকম ছিটার বাটপার থেকে কেউ যেন না ঠকে।এরকম প্রতারণা অনলাইনে যারা ব্যবসা করেন তাদের ইমেজের জন্য চরম ক্ষতিকর। তাদের এই চরম অপেশাদারিত্ব, দায়িত্বহীনতা এবং প্রতারণার বিরুদ্ধে আমি পাবলিকলি জানানোটা প্রয়োজন মনে করি। এবং আমি আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো শীঘ্রই।

please report they’re page and share this post.

Developer
Member since: 12 months
User is offline
See all ads
Add to favorites
Add to compare
Report abuse

Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved