এই স্ক্যাম থেকে সবাই সাবধান। আমি ২ টা অর্ডার করি কানের দুল ঈদ উপলক্ষে।আমি প্রথমে ডেলিভারি ম্যান এর সামনে চেক করার টাইম এ নিচের অংশ টা খোলা পেয়েছি আর বলেছি আমি রিটার্ন দিবো একটা আরেকটা রাখবো। ডেলিভারি ম্যান উনাকে কল দিলো আর তার সাথে কথা আমাকে বলিয়ে দিল আমি বললাম আপু এইটা খুলে গিয়েছে উনি বার বার বলছে এইটা কানের দুলের পিছন দিয়ে লাগানো যাবে তাই আমি রিসিভ করি যেহেতু আমি এইটার বিজনেস করি না অবশ্যই আমি বুঝি নাই যে এইটা কিভাবে লাগাবো। উনি আমাকে বার বার বুঝানোর চেষ্টা করছিলো যে কিভাবে লাগানো যাবে আমি তারপর রিসিভ করি যেহেতু রাত হয়ে গিয়েছে। বাসায় এনে পারছিলাম না দেখে উনাকে কল দিলাম কলে বুঝতে না পেরে what’s app এ ছবি পাঠালাম উনি বললেন আর বুঝলেন দোষ উনাদের কানের দুলের একটা অংশ খুলে গিয়েছে।তারপর উনার সাথে আমার ফোনে কথা হলো উনি বললেন চেঞ্জ দিবেন কিন্তু ঈদের আগে পারবেন না যেহেতু উনাদের ভুল আমাকে টাকা ব্যাক দিবে ডেলিভারি ম্যানের সাথে কথা বললো ডেলিভারি ম্যান ডেলিভারি কোড দিয়ে ডেলিভারি হয়ে গেছে দেখিয়েছে। তারপর আবারো যখন আমি ফোন দিলাম উনার কথা সম্পূর্ণ চেঞ্জ উনি বলছে এখন এইটা উনি ফেরত নেবে না দোষ আমার আমি কেনো বুঝলাম না। আমি এই দুল টা আগে ব্যবহারই করি নি আমি কিভাবে বুঝবো এইটা আলাদা না সাথ লাগানো আমি তখন ফেরত ও দিতে চেয়েছি একটা আরেকটা রাখতে চেয়েছি উনি আমাকে বার বার বুঝাচ্ছিলো এভাবে এভাবে পিছনে দিয়ে লাগানো যাবে। দোষ সম্পূর্ণ তাদের। কল মুখের উপর কেটে নাম্বার ব্লক দিয়েছে।
ঈদের আগে এইটা কেমন আচরণ? ড্রেসের সাথে কানের দুল নিলাম উনি দিলো আমাকে ভাংগা কানের দুল এখন ফেরত ও দিবে না টাকাও দিবে না নাম্বার ও ব্লক। এইটা কি প্রফেশনালিজম? ক্লাইন্টের নাম্বার ব্লক করে দেওয়া?