আমার সাথে ফ্রড হইছে। আমি অনলাইনে WhatsApp একটি বিড়াল বিক্রয় কেন্দ্র থেকে ২ টা বিদেশী পারসিয়ান বিড়াল অর্ডার করেছিলাম তবে তারা আমার থেকে ৫ হাজার ৭০ টাকা নেওয়ার পর আমার নাম্বার ব্লক করে দিয়েছে। অন্য নম্বর দিয়ে কল দিলে বলতিছে তারা আমাকে চেনে না। আমি এখন কী করবো আমাকে একটু সাহায্য করেন দয়া আমার বয়স মাত্র ১৮। আমি আমার মা বাবাকে দিয়ে অনেক কষ্ট করে ৫০০০ হাজার টাকা যোগার করাইছিলাম। ওরা আমাকে বললো যে ওদের দোকান নাকি নোয়াখালী মাইজদীর সদর গ্লোবাল ব্যংকের অপজিডে। ওখানকার কেউ থাকলে অপরাধিকে সনাক্ত করতে সহযোগিতা করুন। ওরা এখনো একটিভ আছে এবং অন্যদের সাথে প্রতারণা করতিছে। আমার অন্য আইডি দিয়ে পরিচিয় লুকিয়ে ওদের মেসেজ দিয়েছিলাম ওরা আমার এই আইডিতে যা বলে টাকা নিছে অন্য আইডি তেও তাই করতিছে। আমার কাছে ওদের পরিচয় হিসেবে শুধু তাদের WhatsApp Number আছে সেইটা হলো : +880 1619-802588 । আমি আপনাদের কাছে এখন বিচার চাই। আপনারা আমার ন্যায্য বিচার করে দেন।
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved