2 weeks ago
14 Views

sanjh

F-Commerce Fraud

আমার কি বলা উচিত, কিভাবে শুরু করা উচিত আমার সত্যি জানা নেই কারন আমি সত্যি নিরাশ।যাই হোক,যে কথা বলার জন্য  আমার এই পোস্ট করা, আমি গতো জুলাই মাসে sanjh নামক একটা পেজ থেকে ২টা ড্রেস অর্ডার  করি।আমি দেশের বাহিরে থাকায় আমার ছোট বোন অর্ডারটা করে। এবং তাদের  জিজ্ঞেস ও করা হয় কালার টা সেম থাকবে কিনা।তারা sure করে সব পিকচারে যেমন আছে তাই থাকবে। আমি অনেক ভরসা করেই ড্রেস গুলো অর্ডার  করি। প্রত্যেকটা ড্রেসের জন্য ১৬৫০ করে নেয়।আমি ( i mean আমার বোন) যখন বাসায় ড্রেস গুলো নিয়ে আসে,ও এতোটা হতাস হয়েছে যে, ফোন দিয়ে আমাকে একটা কথাই বল্লো ড্রেস গুলো নেয়ার দরকার নাই। আমার বুঝতে আর বাকি হলোনা কথাটা কেন বলা।যাই হোক,একটা  পর্যায়  আমার কাছে ড্রেস গুলো আসে। কি বলবো,মন টা এতো খারাপ হলো আর এতোটা হতাশ হয়েছি  যে বলার মতো না।দোয়া করি যারা, এমন  fraut ব্যবসা করে আল্লাহ তাদের উওম বিচার করে।কারন উনারা fraut ব্যবসা করে টাকা ইনকাম করে। মানুষের তো আর তা না।আমার পোস্ট করার একটাই উদ্দেশ্য,  আমার  মতো কেউ যেন হতাশ না হয়, নিরাশ হয় এই sanjh নামক পেজ থেকে।এদের জন্য ভালোপেজ গুলো বিশ্বাস  হারায়। ও আর একটা কথা,আমার oneplus ফোন দিয়ে তোলা পিকচার কেউ দেখলে বলবে এগুলো নতুন জামা? আশা করি ১ জন হলেও উপকৃত হবেন আমার পোস্টের মাধ্যমে।

 

Developer
Member since: 11 months
User is online now!
See all ads
Add to favorites
Add to compare
Report abuse

Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved