Super Agro Bd এই পেজ থেকে আমি ৪ কেজি বোনলেস চিকেন ব্রেস্ট এবং ১ কেজি ডরি ফিস নিয়েছিলাম। ফিস টা ভালো ছিলো। কিন্তু চিকেনটা আমি সাথে সাথে প্যাকেট খুলিনি। হাফ ফ্রোজেন ছিলো অই অবস্থায় আমিওফ্রিজে রেখে দেই। ৩/৪ দিন পর রান্নার জন্য এক প্যাকেট বের করে ভিজানোর পর দেখি নোনা গন্ধ হয়ে গেছে চিকেনে। গন্ধটাও আমি হয়তো মেনে নিতাম বাট ১ কেজি চিকেনে প্রায় হাফ কেজি চিকেনই কেমন যেনো কালো হয়ে গেছে এবং অইগুলাতে গন্ধ তুলনামূলক বেশি। এরপর আরো দুই প্যাকেট চিকেন বের করেছি দুইপ্যাকেটেই সেম ফ্রেশ আর নষ্ট চিকেন মিক্সড করে দেওয়া। এর মধ্যে আধা ঘন্টার জন্যেও আমার এরিয়াতে কারেন্ট যায় নাই সুতরাং আমার এখানে কোনো সমস্যা হয়নি। ওনাদের জানানোর পরেও কোন রেস্পন্স নাই। এরা ফ্রেশ হালাল খাবারের নামে মানুষকে পঁচা মাংস খাওয়াচ্ছে। প্লিজ এদের থেকে কিছু নেওয়ার আগে সাবধান। আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না তাই কালারের ডিফারেন্স ঠিকমতো বুঝা যাচ্ছে না। কিন্তু সামনে থেকে দেখলে আর গন্ধের কারনে পাগলেও বুঝবে দুইটার ডিফারেন্স।
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved