⚠️alert : Zam Zam electronics iPhone gift.
আজকে হঠাৎ করেই একটা unknown নম্বর থেকে একটা ভিডিও মেসেজ আসে যেখানে বলা হয় আমি iPhone ও Ultra watch পুরস্কার হিসেবে পয়েছি। কিন্তু তারা আসলে কোন কিছুই দেয় না বরং পন্যের ডেলিভারি চার্জ হিসেবে ৬০০০-৭০০০ টাকা পঠাতে বলে।
এই বিষয় সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম এই ধরনের scam এখন প্রায়ই দেখা ও শোনা যায়, আপনারও এই বিষয় নিয়ে সচেতন থাকবেন।
তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এ সবের পিছেন কে আছে তাই Truecaller এ নম্বর টার খোঁজ করলাম দেখলাম, নম্বরটার মালিক নাহিদ নামে একজনের তার আবার telegram id ও আছে নিচে সব কিছুর ই ছবি দেওয়া আছে। কেউ চিনে থাকলে অবশ্যই জরুরি পদক্ষেপ গ্রহন করবেন যাতে তারা এ ধরনের কাজ না করে। আর পোস্ট টা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই সচেতন হতে পারে।
ধন্যবাদ।
Copyright © 2024 Bangladesh Blacklist All Rights Reserved